জ্যেষ্ঠ শিক্ষক আবদুস সালাম
ফাইল ছবি

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১২টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির শুরা বৈঠক চলছিল মাদ্রাসায়। বর্তমানে মাদ্রাসা পরিচালনা কমিটিতে থাকা আবদুস সালামের মাদ্রাসার মহাপরিচালক হওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শোয়ায়েব প্রথম আলোকে বলেন, ‘আমরা শুরার বৈঠকে ছিলাম। আবদুস সালাম হুজুর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফীর মৃত্যুর এক বছর পর মাদ্রাসা পরিচালনা কমিটি বৈঠকে বসেছে। হঠাৎ আবদুস সালামের মৃত্যুতে মাদ্রাসা পরিচালনা নিয়ে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে।

আজ দুপুরে আবদুস সালামকে বহনকারী অ্যাম্বুলেন্স মাদ্রাসা মাঠে নিয়ে এলে ছাত্ররা কান্নায় ভেঙে পড়েন। শিক্ষককে একনজর দেখার জন্য ভিড় করছেন তাঁর অনুসারীরা।