হাসপাতালের শয্যা বাড়াতে নির্দেশনা চেয়ে রিট
করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি-বেসরকারি হাসপাতালের শয্যা বাড়াতে এবং সরকারের তত্ত্বাবধানে আরও বেসরকারি হাসপাতাল যুক্ত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট দাখিল করা হয়েছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে রিটটি করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রোববার ই–মেইলে রিটটি দাখিল করা হয় বলে জানান আসকের আইনজীবী মো. শাহীনুজ্জামান।
সরকারি হাসপাতালে ভর্তি হতে না পারা করোনা রোগীদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তির ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্দেশনা পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আরজিও রয়েছে রিটে। স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটে প্রতিটি জেলায় নির্ধারিত করোনা হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের পাশাপাশি হাই ফ্লো নাজাল ক্যানুলা সহজলভ্য করতে, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী মো. শাহীনুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধান, হাইজেনিক ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ, আক্রান্ত গর্ভবতী নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে আলাদা বিশেষ সুরক্ষা ইউনিট (স্থান) নিশ্চিতের ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।’