১০ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম উদ্বোধন

রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিমুদ্দীন চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ছবি: সংগৃহীত

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের (৩২৮১) গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকী রোটারির পক্ষ থেকে এ বছর দেশব্যাপী ১০ লাখ চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সালিমুদ্দীন চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোটারির তিন শতাধিক ক্লাবও গতকাল থেকে সারা দেশে একযোগে এ বৃক্ষরোপণ শুরু করেছে।

এর পাশাপাশি গভর্নর ফারুকী শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্তকরণ, কেপিএস জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। রোটারি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।