১৯৬ বীর মুক্তিযোদ্ধার ভাতা চলমান রাখার আদেশ বহাল
মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) (তৎকালীন বাংলাদেশ রাইফেলস) ও বিমানবাহিনীর ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধাকে আইন অনুসারে ভাতাদি চলমান রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
এর আগে গত বছরের ৭ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর যাঁরা বিভিন্ন বাহিনীতে যোগ দেওয়ার পর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাঁদের মধ্য থেকে ১ হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট করেন ১৯৬ জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের বিভিন্ন সময়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রিট আবেদনকারীদের ক্ষেত্রে ওই গেজেট স্থগিত করে আইন অনুসারে তাঁদের ভাতাদি চলমান রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে, যা চেম্বার আদালত হয়ে আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। আদালতে রিটের পক্ষে আইনজীবী আহসানুল করিম শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবদুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ।
পরে আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষের পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাঁদের ভাতাদি চলমান রাখতে হাইকোর্টের আদেশ বহাল রইল। এতে রিট আবেদনকারী বীর মুক্তিযোদ্ধারা যেসব ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন, তা চলমান থাকবে।’