৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিত

৭ ডিসেম্বর অনুষ্ঠেয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবষের্র প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।