'জরায়ুমুখের ক্যানসারে মৃত্যুর হার কমাতে সচেতনতা জরুরি'

জরায়ুমুখের ক্যানসারে প্রতিবছর দেশে নারীদের মৃত্যুর ঘটনা ঘটছে। এ হার কমিয়ে আনতে সঠিক সময়ে প্রতিষেধক নেওয়াসহ সচেতন হওয়া জরুরি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে ‘জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ‘অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি’ ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, সমাজের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবার ও অনগ্রসর নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়। এ কারণে সরকারি কর্মসূচির মধ্যে নামমাত্র মূল্যে জরায়ুমুখের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক কামরুন নেসা। আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ নূরজাহান ভূঁইয়া ও এম এ তাহের খান।
সেমিনারে বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যানসারের প্রাথমিক পর্যায় পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়। প্রতিষেধক দিয়েও এ ক্যানসার প্রতিরোধ করা যায়। এ জন্য দরকার সচেতনতা।
সেমিনারে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ধাত্রী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা অংশ নেন।