'জিপিএ-৫ নয়, লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট বয়স বা সীমারেখা নেই। জিপিএ-৫ বা সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া।
গতকাল বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের পরিচিতি (ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আরেফিন সিদ্দিক। তিনি আরও বলেন, তরুণেরাই দেশের মূল চালিকাশক্তি। শিক্ষার সঙ্গে মিথ্যা কখনোই একসঙ্গে যায় না। যিনি প্রকৃত শিক্ষিত তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না।
বিকেল সাড়ে চারটায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে শুরু হয় পরিচিতি অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক।
সভাপতির বক্তব্যে ইমামুল হক বলেন, শিক্ষার্থীদের সোনার হরিণের পেছনে ধাবিত না হয়ে সোনার মানুষ হওয়ার লক্ষ্যে ধাবিত হতে হবে। র্যা গিংয়ের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী র্যা গিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে তাঁকে বহিষ্কার করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মাহবুব হাসান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ১৮টি বিভাগের প্রধানেরা।
আরেফিন সিদ্দিক সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের কর্মবীর আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত বছরব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন। সভায় অন্যান্যের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বক্তব্য দেন।