default-image

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। ‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ স্লোগান সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: নগরের অশ্বিনীকুমার হলসহ বিভিন্ন সড়কে ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে মানববন্ধন করেন। বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, আনোয়ারুল হক, মৃণাল কান্তি সাহা, আমিনুর রহমান খান প্রমুখ।
খুলনা: নগরের ডাকবাংলা মোড়ের কাছে চেম্বার ভবনের সামনের সড়কের দুই পাশে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক। দৌলতপুরেও খুলনা চেম্বারের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন।
সাতক্ষীরা: নিউমার্কেট চত্বরে দুপুর ১২টায় ব্যবসায়ীরা মানববন্ধন করেন। আধা ঘণ্টার মানববন্ধন চলাকালে মাইকে জাতীয় সংগীত বাজানো হয়। কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বারের (চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) সভাপতি নাছিম ফারুখ খান, সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, শেখ নুরুল হক প্রমুখ।
চুয়াডাঙ্গা: দুপুরে বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। এ সময় চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হাসান জোয়ার্দ্দার, মো. শফিউদ্দিনসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।
যশোর: শহরের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়ক এবং খাজুরা বাসস্ট্যান্ড, চৌরাস্তা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ী, চাঁচড়া ও দড়াটানা মোড়ে মানববন্ধন করা হয়। এতে ব্যবসায়ীদের ২৫টি সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন যশোর শিল্প ও বণিক সমিতির সদ্য বিলুপ্ত কমিটির পরিচালক এস এম হুমায়ুন কবির।
রাজবাড়ী: দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন রাজবাড়ী চেম্বারের সভাপতি কাজী ইরাদত আলী। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, রাজবাড়ী চেম্বারের পরিচালক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি: চেম্বার ভবনের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন চেম্বারের সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সহসভাপতি অমল সাহা, সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফা, মাহাবুব হোসেন প্রমুখ।
বাগেরহাট: শহরের রাহাতের মোড়ে বাগেরহাট চেম্বার মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন চেম্বারের সভাপতি মো. শাহজাহান মিনা, সিনিয়র সহসভাপতি সরদার ওমর ফারুক, সহসভাপতি নাসির খান প্রমুখ।
কুষ্টিয়া: শহরের বড়বাজারে কুষ্টিয়া চেম্বারের সামনে মানববন্ধন করা হয়। চেম্বারের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি এস এম কাদেরী শাকিল, ব্যবসায়ী নেতা রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন