চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

ভালো ফল করে আনন্দ-উল্লাস শিক্ষার্থীদের। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল
ভালো ফল করে আনন্দ-উল্লাস শিক্ষার্থীদের। ছবিটি আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।

এবার পাসের হার ৮৩ দশমিক ৯৯। গতবার পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫। গত বছর ৮ হাজার ৫০২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন।

চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার ১ লাখ ১৮ হাজার ১১২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ৯৯ হাজার ২২ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক শূন্য ৯। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৪৪। আর মানবিক বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৩৬।