বানরের কাঁঠাল-অভিযান

সিলেট শহরের পাশেই চা-বাগান। বাগানের টিলায় অসংখ্য কাঁঠালগাছ। গ্রীষ্মের এই সময়ে গাছে গাছে পাকতে শুরু করে কাঁঠাল। ম-ম গন্ধ ছড়ায়। পাকা কাঁঠাল খাওয়ার লোভ সামলাতে পারে না পাহাড়-টিলার বানরেরা। তারা সবার চোখ ফাঁকি দিয়ে গাছে উঠে কাঁঠাল খায়। এক বানরশাবকের কাঁঠাল-অভিযানের ছবিগুলো সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকা থেকে তুলেছেন আনিস মাহমুদ

চা-বাগানে ঢুকছে এক বানরশাবক।
চা-বাগানে ঢুকছে এক বানরশাবক।
পাকা কাঁঠাল খেতে বানরশাবক গাছে উঠছে।
পাকা কাঁঠাল খেতে বানরশাবক গাছে উঠছে।
কাঁঠালগাছে ওঠার সময় চারদিকে বানরশাবকের সতর্ক দৃষ্টি।
কাঁঠালগাছে ওঠার সময় চারদিকে বানরশাবকের সতর্ক দৃষ্টি।
কাঁঠালের কাছে পৌঁছে গেছে বানরশাবক। এবার খাওয়ার পালা।
কাঁঠালের কাছে পৌঁছে গেছে বানরশাবক। এবার খাওয়ার পালা।
গাছে আয়েশ করে বসে পাকা কাঁঠাল ভেঙে খাচ্ছে বানরশাবক।
গাছে আয়েশ করে বসে পাকা কাঁঠাল ভেঙে খাচ্ছে বানরশাবক।
কাঁঠাল খাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে পরিস্থিতি দেখে নিচ্ছে এই বানরশাবক।
কাঁঠাল খাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে পরিস্থিতি দেখে নিচ্ছে এই বানরশাবক।