৩৩ বাংলাদেশিকে মিয়ানমারের ক্ষমা

অবৈধভাবে ঢুকে পড়ার পর আটক বাংলাদেশিদের মধ্য থেকে ৩৩ জনকে ক্ষমা করে দেশে ফেরার সুযোগ করে দিয়েছে মিয়ানমার। এক বিবৃতিতে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের মুক্তি দেওয়ার ব্যাপারে বেশ কয়েকবার অনুরোধ জানানোর পর গত ২৫ মে প্রেসিডেন্ট থিন কিউ নির্বাহী আদেশ জারি করে ৩৩ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। গত বুধবার থেকে মুক্তি পাওয়া এই বাংলাদেশিরা নিজের দেশে ফিরতে শুরু করেছেন। বার্মা নিউজ ইন্টারন্যাশনাল