ভারত আগেই সতর্ক করেছিল

আষাঢ় মাস শেষ। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা শুরু হয়েছে। ভারতের ব্রহ্মপুত্র ও গঙ্গার পানি বাড়ছে। তবে এবারের বন্যা সম্পর্কে আগেই বাংলাদেশকে সতর্ক করেছিল ভারত। বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেছেন, ৩০ জুনের আগেই তাঁরা বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন। এর ভিত্তিতে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছিল। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বর্ষা মৌসুমে চীন ও ভারত দিনে দুবার বাংলাদেশকে পূর্বাভাস দেয়। আইএএনএস