রাস্তার ত্রুটির কারণে যানজটের আশঙ্কা নেই: সেতুমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সড়ক যান চলাচলের উপযোগী করা হয়েছে। বাকি রাস্তাগুলোও যান চলাচলের উপযোগী করে তোলা হবে। রাস্তা ত্রুটির কারণে মহাসড়কে কোনো যানজট হচ্ছে না, ভবিষ্যতে হওয়ারও আশঙ্কা নেই।

গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় উড়ালসড়ক নির্মাণকাজের অগ্রগতি ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবদুস সবুর, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচলের সময় বিকল হয়ে মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হয়। রাস্তায় ত্রুটির কারণে যানজট হচ্ছে না।