উল্টো পথে চলেন যাঁরা

রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে রোববার বিকেল চারটার দিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে পুলিশ উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায়। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। অভিযানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।

উল্টো পথে আসা একটি গাড়ি আটক করে মামলা করে পুলিশ। ছবি: সাজিদ হোসেন।
উল্টো পথে আসা একটি গাড়ি আটক করে মামলা করে পুলিশ। ছবি: সাজিদ হোসেন।
হেয়ার রোডে উল্টো পথে আসা সব যানবাহনকে আটক করে মামলা করে পুলিশ। এ সময় দেখা যায় বেশির ভাগ গাড়ি বিভিন্ন মন্ত্রণালয়ের। ছবি: সাজিদ হোসেন
হেয়ার রোডে উল্টো পথে আসা সব যানবাহনকে আটক করে মামলা করে পুলিশ। এ সময় দেখা যায় বেশির ভাগ গাড়ি বিভিন্ন মন্ত্রণালয়ের। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে দুই ঘণ্টার অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে দুই ঘণ্টার অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায় পুলিশ। দুই ঘণ্টার ওই অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এগুলোর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায় পুলিশ। দুই ঘণ্টার ওই অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এগুলোর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। ছবি: সাইফুল ইসলাম
রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি আটকাতে অভিযান চালানো হয়। ছবি: সাইফুল ইসলাম
রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে উল্টো পথে চলা গাড়ি আটকাতে অভিযান চালানো হয়। ছবি: সাইফুল ইসলাম