আজ প্রবারণা পূর্ণিমা

বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ বৃহস্পতিবার। প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনের মাধ্যমে বৌদ্ধধর্মাবলম্বীরা ভিক্ষুদের কাছে পাপমোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমে বৌদ্ধভিক্ষুরাও তাঁদের বর্ষাবাস শেষ করেন। এই দিনে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়। ছবিগুলো বৃহস্পতিবার রাজধানীর মেরুল-বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহার থেকে তোলা।

১ / ৬
আচার-অনুষ্ঠান পরিচালনা করেন বৌদ্ধভিক্ষুরা।
আচার-অনুষ্ঠান পরিচালনা করেন বৌদ্ধভিক্ষুরা।
২ / ৬
প্রার্থনায় অংশ নেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
প্রার্থনায় অংশ নেন বৌদ্ধধর্মাবলম্বীরা।
৩ / ৬
এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস।
এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস।
৪ / ৬
প্রার্থনায় অংশ নেয় শিশুরাও।
প্রার্থনায় অংশ নেয় শিশুরাও।
৫ / ৬
পিণ্ডদান করছেন কয়েকজন ভক্ত।
পিণ্ডদান করছেন কয়েকজন ভক্ত।
৬ / ৬
প্রবারণা পূর্ণিমায় পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবারণা পূর্ণিমায় পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।