ছবিতে রংপুরের নির্বাচন

স্বাভাবিক পরিবেশেই শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৯৩ কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলে। রংপুর সিটি করপোরেশনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, এই নির্বাচন একটি মডেল নির্বাচন। যদি বিএনপির পক্ষ থেকে কারচুপির অভিযোগ করা হয়েছে।

ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। পার্ব্বতীপুর, উপশহর, রংপুর। ছবি: সাজিদ হোসেন
ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত ছিল উল্লেখযোগ্য। পার্ব্বতীপুর, উপশহর, রংপুর। ছবি: সাজিদ হোসেন
রিকশা-ভ্যানে করে ভোট দিতে এসেছেন এই অসুস্থ নারী। চব্বিশহাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
রিকশা-ভ্যানে করে ভোট দিতে এসেছেন এই অসুস্থ নারী। চব্বিশহাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
এই সিটি করপোরেশনে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। পার্ব্বতীপুর, উপশহর, রংপুর। ছবি: সাজিদ হোসেন
এই সিটি করপোরেশনে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। পার্ব্বতীপুর, উপশহর, রংপুর। ছবি: সাজিদ হোসেন
ভোটকেন্দ্রের সামনে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
ভোটকেন্দ্রের সামনে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
ভোটারদের দীর্ঘ সারি। দেওডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। ছবি: সাজিদ হোসেন
ভোটারদের দীর্ঘ সারি। দেওডোবা জামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। ছবি: সাজিদ হোসেন
নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিচ্ছেন এক ভোটার। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিচ্ছেন এক ভোটার। কেল্লাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন