পোড়া তেলের ভয়

>

চট্টগ্রাম নগরের পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর তীরে ছোট ছোট গর্ত করে রাখা হচ্ছে জাহাজের পোড়া তেল। পুরোনো জাহাজ থেকে সংগ্রহ করা এসব তেল ইঞ্জিনচালিত নৌকায় করে নদীপথে এই এলাকায় আনা হয়। পরিবহন ও খালাসের সময় তেল সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে। দূষিত হচ্ছে পানি, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছবিগুলো গত বৃহস্পতিবারের:

পোড়া তেলভর্তি ইঞ্জিনচালিত নৌকা ঢুকেছে সরু খালে।
পোড়া তেলভর্তি ইঞ্জিনচালিত নৌকা ঢুকেছে সরু খালে।
যথাযথ পদ্ধতি না মেনে খালাস করা হচ্ছে পোড়া তেল।
যথাযথ পদ্ধতি না মেনে খালাস করা হচ্ছে পোড়া তেল।
শ্রমিকেরাও কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা অবলম্বন করছেন না।
শ্রমিকেরাও কোনো ধরনের সুরক্ষাব্যবস্থা অবলম্বন করছেন না।
ক্রেন দিয়ে নৌকা থেকে তোলা হচ্ছে তেলের বস্তা। বস্তাগুলো পাড়ে সাজিয়ে রাখা হচ্ছে।
ক্রেন দিয়ে নৌকা থেকে তোলা হচ্ছে তেলের বস্তা। বস্তাগুলো পাড়ে সাজিয়ে রাখা হচ্ছে।
পোড়া তেলের শিকার নদীর পাড়ের ঝোপ।
পোড়া তেলের শিকার নদীর পাড়ের ঝোপ।