ফুটেছে তরুণ ফুল

তরুণ কবি ও কথাসাহিত্যিক রাসেল রায়হান। বললেন, ‘ঠিকঠাকমতো প্রচার করলে মানুষ তরুণদের লেখা পড়তে চায়।’

কবিতার বইয়ের মধ্যে সেঁজুতি বড়ুয়ার হৃৎ, জুননু রাইনের এয়া, আল ইমরান সিদ্দিকীর ধূপছায়াকাল, হিজল জোবায়েরের ধুলা পবনের দেশ, তানিম কবিরের কেটে যাচ্ছে মালিহা জেরিন, মিছিল খন্দকারের পুষ্প আপনার জন্য ফোটে, হাসনাত শোয়েবের শেফালি কি জানে, এবং ঔপন্যাসিকদের মধ্যে সাদাত হোসেনের নিঃসঙ্গ নক্ষত্র, রাজীব হাসানের আমাদের শহরে বাঘ এসেছিল, আশান উজ জামানের অন্যচোখে, সাব্বির জাদিদের পাপ, রাসেল রায়হানের একচক্ষু হরিণীরা—এ বইগুলো নিয়ে পাঠকের আগ্রহ রয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট প্রকাশনার বিক্রয়কর্মীরা। গল্পের বইয়ের বাজার মন্দা হলেও নবীন লেখকদের মধ্যে মোশাহিদা সুলতানা ঋতুর বড়ো শহরের ছোট গল্প, মোজাফ্‌ফর হোসেনের খুন হয়ে যাচ্ছে সব সাদেক ও মাসউদ আহমাদের পাণ্ডুলিপি করে আয়োজন-এর কাটতি খারাপ নয়।

শেষ বাক্যে লেখক-প্রকাশক-পাঠক সবাই বলেছেন একটিই কথা—তরুণদের পাঠকসমাজ গড়ে উঠছে, সামনে তা আরও বাড়বে। তবে পুরোপুরি প্রকাশিত হওয়ার জন্য তাঁদের সময় দিতে হবে। আরেকটু অপেক্ষা...।