রাজধানীতে বৈশাখী মেলা

বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখে দেশের বিভিন্ন স্থানে—বিশেষ করে গ্রামগুলোতে শুরু হয়েছে মেলা। নগরবাসীকে মেলায় যাওয়ার সুযোগ করতে দিতে এবং দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে তুলে ধরতে রাজধানীতে মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ও বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রাঙ্গণে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে ১০ দিনের মেলা। মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরা। তাঁরা তাদের তৈরি বিভিন্ন কারুপণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। অনেক শিল্পী তাঁদের পণ্য তৈরি করেও দেখাচ্ছেন দর্শনার্থীদের। ছবিগুলো বৃহস্পতিবারের।

মেলায় নিজের তৈরি মাটির খেলনা রং করছেন মৃৎশিল্পী।
মেলায় নিজের তৈরি মাটির খেলনা রং করছেন মৃৎশিল্পী।
হাতের তৈরি নানা রঙের মাদুর বিক্রি করছেন একজন।
হাতের তৈরি নানা রঙের মাদুর বিক্রি করছেন একজন।
পাহাড়িদের ঘরের মডেল সাজানো একটি স্টলে। ঘর সাজাতে অনেকেই সেগুলো কিনছেন।
পাহাড়িদের ঘরের মডেল সাজানো একটি স্টলে। ঘর সাজাতে অনেকেই সেগুলো কিনছেন।
একটি স্টলে সাজানো মতি মধু। এই প্রতিষ্ঠান মধুর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছে।
একটি স্টলে সাজানো মতি মধু। এই প্রতিষ্ঠান মধুর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছে।
বাঁশের তৈরি হাতপাখা, ডালা, মাথাল ইত্যাদি তৈরি করছেন দুজন।
বাঁশের তৈরি হাতপাখা, ডালা, মাথাল ইত্যাদি তৈরি করছেন দুজন।
বৈশাখী মেলায় দর্শনার্থীদের বায়োস্কোপ দেখাচ্ছেন আবদুল জলিল মণ্ডল।
বৈশাখী মেলায় দর্শনার্থীদের বায়োস্কোপ দেখাচ্ছেন আবদুল জলিল মণ্ডল।
শোলা দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর নানা পণ্য।
শোলা দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর নানা পণ্য।
পাটি তৈরি করছেন একজন।
পাটি তৈরি করছেন একজন।