হাটহাজারীতে পুকুরে ভেসে ওঠে অজ্ঞাতনামা শিশুর লাশ

চট্টগ্রাম
চট্টগ্রাম

বাড়ির সামনে ক্রিকেট খেলছিল বিদ্যালয়ে পড়ুয়া কয়েকটি ছেলে। হঠাৎ বলটি গিয়ে পড়ে কাছের এক পুকুরে। বল তুলতে গিয়ে এক শিশু দেখতে পায়, পুকুরে ভেসে রয়েছে কয়েক মাস বয়সী এক শিশুর লাশ। আজ বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লাশটি ছেলেশিশুর। ছয়-সাত মাস বয়সের। তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

রঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ রাকিব আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলে, সকালে ঘরের সামনে রাস্তায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিল। হঠাৎ ক্রিকেট বলটি পাশের সওদাগর পুকুরে পড়ে যায়। তখন সে বলটি তুলতে গিয়ে দেখে, একটি শিশুর লাশ ভাসছে। পরে বাড়ির বড়দের সে ঘটনাটি জানায়। খবর পেয়ে হাটহাজারী থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র পাল প্রথম অলোকে বলেন, খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। পুকুরটি পরিত্যক্ত। কে বা কারা কেন শিশুটিকে পুকুরে ছুড়ে ফেলে হত্যা করেছে, তা জানা যায়নি। শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। শিশুটির বয়স ছয়-সাত মাস হতে পারে।

এসআই জানান, লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।