চুয়াডাঙ্গায় যাত্রীর জুতার সোলে এক কেজি সোনা

ফাইল ছবি
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে এক কেজি সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে শুল্ক-গোয়েন্দা বিভাগ। যশোর ও বেনাপোল থেকে আসা শুল্ক-গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আজ শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করেন। আটক করা সোনার দাম ৫০ লাখ টাকা।

আটক যাত্রীর নাম আবদুল মোতালেব (৫৩)। তিনি গাজীপুর জেলার টঙ্গী উপজেলার মনুনগর মনসুর আলী রোডের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ভারতে যাচ্ছিলেন।

দর্শনা শুল্ক বিভাগের তত্ত্বাবধায়ক সনজিত কুমার জানান, যশোর ও বেনাপোল শুল্ক-গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্তের নেতৃত্বে একটি বিশেষ দল আজ সকালে দর্শনা চেকপোস্টে অভিযান চালায়। এ সময় সন্দেহ হওয়ায় যাত্রী আবদুল মোতালেবকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ চলে। একপর্যায়ে জুতার সোলে বিশেষ কায়দায় রাখা সোনার বার বের করে দেন তিনি। উদ্ধার হয় সাড়ে নয়টি বার, যার ওজন এক কেজি।

শুল্ক বিভাগের ওই কর্মকর্তা জানান, আটক আবদুল মোতালেবকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সোনার বারগুলো দর্শনা কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।