টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হচ্ছেন ট্রাকচালক আশিক হাসান (২৫) ও ব্যবসায়ী তৈয়বর রহমান (৫০)। আশিক পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের রবিউল সরকারের ছেলে এবং তৈয়বর রহমান নাটোরের লালপুর উপজেলার কুজিরপুকুর এলাকার আইফুল রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে ঢাকাগামী চালভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কার্টনভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের পাঁচজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও তৈয়বরকে মৃত ঘোষণা করেন।