বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর কারাদণ্ড

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযানে মোট ৫৪ জনকে আটক করা হয়।

পরে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। বাকিদের ছেড়ে দেওয়া হয়।

র‍্যাব-১ এর নেতৃত্বে বসুন্ধরা বি-ব্লকের নয় নম্বর রোডের একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জন আটক করা হয়। এ সময় ২২ থেকে ২৩ জনের ব্যাগে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। ছবি: সংগৃহীত
র‍্যাব-১ এর নেতৃত্বে বসুন্ধরা বি-ব্লকের নয় নম্বর রোডের একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জন আটক করা হয়। এ সময় ২২ থেকে ২৩ জনের ব্যাগে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। ছবি: সংগৃহীত

সরোয়ার আলম প্রথম আলোকে বলেন, র‍্যাব ১ এর নেতৃত্বে বসুন্ধরা বি-ব্লকের নয় নম্বর রোডের একটি বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জন আটক করা হয়। এ সময় ২২ থেকে ২৩ জনের ব্যাগে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।

৩২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থী। বাকি চারজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজন ছিলেন মাদক বিক্রেতা।