চাঁদপুরে 'বন্দুকযুদ্ধে' আট মামলার আসামি নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত জাকির ডাকাত সর্দার ছিলেন। তাঁর বাবার নাম আবদুল লতিফ। বাড়ি বাঁকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রাম। জাকিরের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় ডাকাতির আটটি মামলা রয়েছে।

পুলিশ বলছে, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জাবেদুল ইসলাম জানান, গতকাল রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের সামনে পড়েন জাকির ও তাঁর সহযোগীরা। তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় জাকির হোসেন আহত হন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের সদস্য আহত হয়েছেন।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।