সিদ্ধিরগঞ্জে গ্যাসের রাইজার বিস্ফোরণে দুই শিক্ষার্থী অগ্নিদগ্ধ

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় রোববার সন্ধ্যা ৬টায় গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিফাত (১৩) ও জুবায়ের হোসেন (১২) নামে দুই শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিফাত স্থানীয় একটি বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র ও জুবায়ের হোসেন মাদ্রাসার ছাত্র। সিফাতের পিতার নাম রেজাউল করিম ও জুবায়ের পিতার নাম আলম।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারি জানান, সিফাত ও জুবায়ের হোসেন তিনতলা ওই ভবনের ছাদে খেলছিল। এ সময় আকস্মিকভাবে বাড়ির নিচ তলায় গ্যাসের রাইজারটি বিস্ফোরণ হয়। রাইজার থেকে আগুনের কুণ্ডলী উপরে উঠে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ করে। এতে বিকট শব্দে আগুনের স্পার্ক ওই দুই শিক্ষার্থীর শরীরে পড়লে তারা অগ্নিদগ্ধ হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে অগ্নিদগ্ধ দু’ শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।