খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নগরের বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নগরের বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

পুলিশের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন। এর মধ্যে রাজু পুলিশের সোর্স ওবায়দুল হত্যা মামলার আসামি। ছুরিকাঘাতে আহত হয়ে ওবায়দুল মারা যাওয়ার আগে রাজুর নাম উল্লেখ করে যান।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সোনালী সেন বলেন, রাজু ও মানিকের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। আটকের পর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া তিনটার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে ওই দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সোনালী সেন।