রংপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর সশ্রম কারাদণ্ড

রংপুরে অস্ত্র আইনে দায়ের করা মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক ওই যুবকের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম অরেঞ্জ (২৩)। তিনি রংপুর শহরের স্টেশন মুসলিমপাড়ার বাসিন্দা। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ মে রংপুর স্টেশন মুসলিমপাড়া এলাকায় পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অরেঞ্জকে আটক করে র‌্যাব-১৩ এর একটি দল। পরে র‌্যাবের তৎকালীন উপসহকারী পরিচালক প্রিয়জিৎ বড়ুয়া বাদী হয়ে অরেঞ্জকে আসামি করে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ানুল হক মন্ডল ওই বছরের ২৫ মে অরেঞ্জের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।


সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক এবং আসামি পক্ষে ছিলেন কৌঁসুলি আরিফুল ইসলাম।