ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন আর নেই

ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন। ছবি: বাসস
ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন। ছবি: বাসস

ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন আর নেই। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

হালিমা খাতুন দীর্ঘদিন হৃদ্‌রোগ, কিডনি জটিলতা ও রক্তদূষণের মতো শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন ছিলেন বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। বিশেষ করে ভাষা আন্দোলনে নারীদের সংগঠিত ও উদ্বুদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, যত দিন এ জনপদে বাংলা ভাষা টিকে থাকবে, তত দিন ভাষাসৈনিক হালিমা খাতুনের অবদান বাঙালি জাতি স্মরণে রাখবে। মন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।