বিচার বিভাগের ওপর ধীরে ধীরে আস্থা হারাচ্ছে বিএনপি: খন্দকার মাহবুব

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের দেওয়া আদেশগুলো দেখে তাঁদের দল ধীরে ধীরে বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছে।

আজ শুক্রবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মাহবুব এ কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত যেভাবে আদেশ দিচ্ছেন, তা স্বাধীন বিচার বিভাগের সঙ্গে সাংঘর্ষিক। যে কারণে বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।’

বিএনপির এই নেতা মনে করেন, বিচারকেরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাই আইনি লড়াইয়ের মাধ্যমে শিগগিরই খালেদা জিয়ার মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। খন্দকার মাহবুব বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের জাতীয় নেতারা বিএনপির আহ্বানে জাতীয় ঐক্য গঠনে সাড়া দেবেন। যদি জাতীয় ঐক্য তৈরি হয়, তবে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

বিএনপি চেয়ারপারসনের মুক্তি নিশ্চিত করতে শক্তিশালী আন্দোলন জরুরি বলেও উল্লেখ করেন তিনি। জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্য করতে হবে বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব।

খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, পরিত্যক্ত কারাগারে বন্দী রেখে সরকার খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন করছে। সরকার ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।