রাশেদের মুক্তির দাবিতে মানববন্ধন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। ছবি: প্রথম আলো
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। ছবি: প্রথম আলো

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ। রাশেদ খান ওই বিভাগেরই ছাত্র।

আজ রোববার সকাল ১০টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাশেদসহ অন্য ছাত্রদের অবিলম্বে মুক্তি দাবি এবং অধিকার আদায়ের আন্দোলনে সন্ত্রাসীদের মতো হামলা চালিয়ে নির্বিচারে আটকের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, রাশেদ খান অধিকার আদায়ের আন্দোলন করেছেন। তিনি কোনো অপরাধ করেননি। তাঁরা বলেন, ‘এই ক্যাম্পাস কারও একার নয়। এই ক্যাম্পাসে মেয়েদের ওপরেও হামলা হয়েছে। আমরা এই হামলার বিচার চাই।’

১ জুলাই রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রলীগের এক নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রাশেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।