সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে মো. আতিক, তাঁর ভাই শাহিন মিয়া ও রংপুরের নাজিরগাঁও গ্রামের জহিরুল ইসলামের ছেলে ফারুক হোসেন। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতাইশ এলাকার ইউসুফ আলীর বাড়ির সেপটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে যান তিন নির্মাণশ্রমিক। প্রথমে এক শ্রমিক ট্যাংকের মধ্যে নেমে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে পর্যায়ক্রমে অপর দুই শ্রমিক নেমে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, মারা যাওয়া তিন ব্যক্তিই নির্মাণশ্রমিক। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় তাঁরা মারা গেছেন বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন।