ঢাকায় অনুষ্ঠিত হলো ব্র্যাকের কিশোরী ক্লাবের ফুটবল ম্যাচ

বিজয়ী দলের সঙ্গে স্যার ফজলে হাসান আবেদসহ অতিথিরা। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন
বিজয়ী দলের সঙ্গে স্যার ফজলে হাসান আবেদসহ অতিথিরা। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন

আর এক দিন পরই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তবে ঢাকার মাটিতে ছুটির দিন বিকেলে হয়ে গেল ‘ফ্রান্স’ বনাম ‘ক্রোয়েশিয়ার’ এক প্রীতি ফাইনাল ম্যাচ। সে ম্যাচে খেলেছে ব্র্যাকের কিশোরী ক্লাবের সদস্যরা। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে গিয়ে ‘ফ্রান্স’ হারিয়েছে ‘ক্রোয়েশিয়াকে’।

রাজধানীর বনানীর ওয়াপদা অফিসার্স কলোনি মাঠে শুক্রবার বিকেলে ব্র্যাকের উদ্যোগে আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচের। ‘কিক লাইক এ গার্ল’ স্লোগানে এই আয়োজনের উদ্দেশ্য-খেলাধুলার মাধ্যমে কিশোরীদের উজ্জীবিত করা।

বিকেল সাড়ে তিনটায় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার জার্সি গায়ে মাঠে নেমে পড়ে ব্র্যাকের কিশোরী ক্লাবের মেয়েরা। রেফারির ফুঁতে শুরু হয় জমজমাট খেলা। গোলের জন্য চাপ দিতে থাকে ফ্রান্স। দলটি প্রথম মিনিটেই গোল দেয়। মাঝমাঠ থেকে গোলবার বরাবর শুট নেয় ফ্রান্সের ১৬ নম্বর জার্সি পরা আইরিন আক্তার। আর সে বল সোজা ক্রোয়েশিয়ার জালে। এরপর কিশোরীদের ‘গো-ও-ও-ল’ বলে চিৎকার আর উল্লাস।

খেলা শুরু হওয়ার আগে দুই দলের সঙ্গে আয়োজক ও অতিথিরা। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন
খেলা শুরু হওয়ার আগে দুই দলের সঙ্গে আয়োজক ও অতিথিরা। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন

গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চাপ দিতে থাকে ক্রোয়েশিয়ার জার্সি পরা কিশোরীরা। পাল্টা আক্রমণে ফ্রান্সও কম যায় না। প্রথমার্ধেই ক্রোয়েশিয়ার ৭ নম্বর জার্সি পরা খালেদা গোল শোধ দেয়। খেলায় সমতা আসে। এরপর ১০ মিনিটের বিরতি। তারপর টাইব্রেকার। প্রীতি ম্যাচের অতিথিরা টাইব্রেকার করেন। তাতে সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ গোল করেন। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর গোল মিস করেন।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলই গোল দিতে মরিয়া হয়। দুই পক্ষের ডিফেন্ডাররাও আক্রমণ-পাল্টা আক্রমণ ঠেকাতে থাকে। কিন্তু কোনো পক্ষই গোল পায় না। নির্ধারিত সময়ে দুই দলই প্রমাণ করে তারা সেরা। খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকার মানেই টান টান উত্তেজনা। ক্রোয়েশিয়া গোল দিতে মিস করে তো ফ্রান্স গোল দেয়। আবার ফ্রান্স গোল মিস করলে ক্রোয়েশিয়া গোল দেয়। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার লাভলী গোল মিস করলে ৩-২ ফলাফলে জিতে যায় ফ্রান্স দল।

ঢাকার মাটিতে হয়ে গেল ‘ফ্রান্স’ বনাম ‘ক্রোয়েশিয়ার’ প্রীতি ফাইনাল ম্যাচ। এতে খেলেছেন ব্র্যাকের কিশোরী ক্লাবের সদস্যরা। বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন
ঢাকার মাটিতে হয়ে গেল ‘ফ্রান্স’ বনাম ‘ক্রোয়েশিয়ার’ প্রীতি ফাইনাল ম্যাচ। এতে খেলেছেন ব্র্যাকের কিশোরী ক্লাবের সদস্যরা। বনানী, ১৩ জুলাই। ছবি: সাজিদ হোসেন

সারা দেশে ব্র্যাকের ৫ হাজার কিশোরী উন্নয়ন ক্লাব আছে। এই ক্লাব নেটওয়ার্কে প্রায় ১ লাখ ২১ হাজার কিশোরী যুক্ত আছে। তারা লাইফ স্কিলস, সামাজিক আত্মবিশ্বাস, উদ্যোক্তা হওয়ার দক্ষতা, খেলাধুলাসহ বিভিন্ন দক্ষতা শেখে। প্রায় ১ হাজার কিশোরী এই ক্লাবগুলোর অধীনে ফুটবল খেলে।

প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও জাতীয় দলের কোচ আবদুর রাজ্জাক, ফুটবলার জাহিদ হাসান এমিলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা, অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারসহ আরও অনেক সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ।

ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি ফুটবল ম্যাচটি উদ্বোধনীর আগে বলেন, এই দেশের ছেলে ক্রিকেট দল ভালো করছে। তবে মেয়েরা এগিয়ে আসছে। সব ক্ষেত্রে মেয়েরা ভালো করছে। এই দেশ মেয়েদের ক্ষমতায়নে অনেক ভালো করেছে। এই ফুটবল ম্যাচটি মেয়েদের আরও উৎসাহিত করবে, খেলায় অবদান রাখবে। মেয়েদের উদ্দীপ্ত করে তুলবে।

বিজয়ী দলের হাতে বিশ্বকাপের আদলে তৈরি একটি ট্রফি তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ‘ফুটবল খেলায় মেয়েদের আত্মপ্রত্যয়, সাহস বাড়ে। এগুলোর মাধ্যমেই আমরা আমাদের মেয়েদের ক্ষমতায়ন করতে চাই। পুরুষের সঙ্গে মেয়েরা যেন সমানতালে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্যই এই আয়োজন। সবাইকে অভিনন্দন।’

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার জার্সি গায়ে ফুটবল খেলছে কিশোরীরা। ব্র্যাক এই প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচের আয়োজন করে। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই ছবি: সাজিদ হোসেন
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার জার্সি গায়ে ফুটবল খেলছে কিশোরীরা। ব্র্যাক এই প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচের আয়োজন করে। ওয়াপদা অফিসার্স কলোনি মাঠ, বনানী, ১৩ জুলাই ছবি: সাজিদ হোসেন

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়ান নিবলেট বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময়ী কিশোরীদের একটা অসাধারণ ফুটবল ম্যাচ উপভোগ করলাম। ফুটবল খুবই চ্যালেঞ্জিং একটি খেলা। এই মেয়েগুলো খুব ভালো খেলেছে। ফিফা বিশ্বকাপের মূল ম্যাচ নিয়ে আমার আগ্রহ অনেক। তবে ঢাকার এই ম্যাচটিতেও বেশ আনন্দ পেয়েছি।’

ঢাকায় ৩-২ গোলের ব্যবধানে শুক্রবার জিতল ফ্রান্স। রোববার মস্কোতে ফ্রান্স কী তাহলে বিশ্বকাপ জিততে যাচ্ছে? দেখার অপেক্ষা...।