বিমানের রিয়াদ ফ্লাইট নিয়ে জটিলতা কাটছে না

ঢাকা-রিয়াদ গন্তব্যের ১৬টি ফ্লাইট বাতিল করার পর আজ মঙ্গলবার আবার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি দাবি করছে, আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিন দিন ঢাকা-রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল করবে।

তবে বিমানের পরিচালন শাখার একটি সূত্রে জানা যায়, ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ১৬টি ফ্লাইট ছিল। এখন ফ্লাইট সূচি পুনর্বিন্যাসের পর দেখা যাচ্ছে, ঢাকা-রিয়াদ রুটে আগামী বৃহস্পতিবার থেকে ৩ আগস্ট পর্যন্ত মাত্র তিনটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট রিয়াদ হয়ে ঢাকা আসবে।

হজ ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বিমানের সময়সূচি এলোমেলো হয়ে গেছে। বিমান কর্তৃপক্ষ ঢাকা-রিয়াদ রুটে ১৪ জুলাই থেকে ১ আগস্ট এবং ২৭ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট বাতিল করে। যদিও নিয়মিত ফ্লাইটের অধিকাংশ টিকিট আগেই বিক্রি করেছিল বিমান কর্তৃপক্ষ। হঠাৎ ফ্লাইট বাতিল করায় বিমানের টিকিট কেটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে ১৪ জুলাই। এ জন্য নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ হজযাত্রী আনা-নেওয়ায় ব্যবহার করছে সংস্থাটি। এতে নিয়মিত ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনায় সমস্যায় পড়েছে বিমান। বেশি সমস্যা হচ্ছে আবুধাবি, দোহা, কুয়েত, দুবাই গন্তব্যের ফ্লাইটে। আগে এই চারটি গন্তব্যে বেশি আসনের প্লেন পাঠানো হলেও এখন পাঠানো হচ্ছে ১৬৪ আসনের বিমান। এর মধ্যে ইকোনমি ক্লাসের আসন ১৫২টি। এসব গন্তব্যের যাত্রীরা মূলত ইকোনমি ক্লাসের।

বিমান সূত্রে জানা যায়, আগেই বেশি আসনের টিকিট বিক্রি করে ফেলায় এখন বিমানবন্দরে অতিরিক্ত যাত্রী উপস্থিত হচ্ছেন। তাদের পরের ফ্লাইটে পাঠানোর জন্য বিভিন্ন হোটেল ভাড়া করে রাখতে হচ্ছে বিমান কর্তৃপক্ষকে। এতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে।