'অস্ত্রের কারখানায়' অভিযান, আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ২

কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় দুটি ‘অস্ত্রের কারখানায়’ অভিযান চালিয়েছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক হয়েছেন দুই ব্যক্তি।

গতকাল শনিবার রাতে মহেশখালীর কালারমারছড়া দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়। র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি হাসান এই তথ্য জানান।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন মো. আবদুল হাকিম (৩৮) ও মো. শহীদুল্লাহ (৩১)।

র‍্যাব বলছে, আটক হওয়া হাকিম ও শহীদুল্লাহ অস্ত্র তৈরির কারিগর।

কমান্ডার মেহেদি হাসান জানান, সন্ত্রাসীদের ধরতে গতকাল সন্ধ্যা থেকে তাঁরা মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেন। রাত আটটার দিকে হাকিম ও শহীদুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা থাকার তথ্য দেন তাঁরা। সেখানে র‍্যাব অভিযানে যায়। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অস্ত্রের কারখানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।