বরিশালে সাদিকের নির্বাচনী প্রচারে গাজীপুরের মেয়র

নগরের সদর রোডে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে গণসংযোগ করেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। ২২ জুলাই। ছবি: সাইয়ান
নগরের সদর রোডে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে গণসংযোগ করেন গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। ২২ জুলাই। ছবি: সাইয়ান

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আজ রোববার দুপুরে বরিশালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন। করেছেন গণসংযোগ, পথসভা। বলেছেন, বরিশালের মানুষ গাজীপুরে গেলে কোনো শর্ত ছাড়াই চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

বেলা পৌনে একটার দিকে তিনি নগরের সদর রোডে শহিদ সোহেল চত্বরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নির্বাচনী পথসভায় বক্তৃতা দেন।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। আর এই দায়িত্ব আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর। শুধু নিজেদের ভোট নিয়ে ভাবলেই হবে না, বরং নেতা-কর্মীদের নিজ নিজ পরিবারের ভোটও নিশ্চিত করতে হবে।

গাজীপুরের নতুন মেয়র বলেন, ‘আমি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়েছিলাম দুই লাখ ভোটের ব্যবধানে আমি জয়ী হব। আমি আমার সেই চ্যালেঞ্জ রক্ষা করতে পেরেছি। গাজীপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে সেই চ্যালেঞ্জের লক্ষ্যে পৌঁছে দিয়েছে।’

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে লিফলেট বিতরণ করেন জাহাঙ্গীর আলম। জনগণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ২২ জুলাই। ছবি: সাইয়ান
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে লিফলেট বিতরণ করেন জাহাঙ্গীর আলম। জনগণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ২২ জুলাই। ছবি: সাইয়ান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আর অল্প কয়েক দিন বাকি। এখন আর সময় নষ্ট না করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। মানুষকে সরকারের উন্নয়নের কথা জানাতে পারলেই বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবেন।

শর্ত ছাড়াই চাকরির আশ্বাস

পথসভায় গাজীপুরে বরিশালবাসীর জন্য উন্মুক্ত কর্মসংস্থানের আশ্বাস দেন নতুন এই মেয়র। তিনি বলেন, বরিশালের মানুষ গাজীপুরে গেলে তাদের কোনো শর্ত ছাড়াই চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। শুধু আওয়ামী লীগের লোক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ ও তাঁর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম বললেই চাকরি হয়ে যাবে—এমন আশ্বাসও দেন তিনি।

এরপর তিনি সদর রোডের কাকলী মোড় থেকে নাজিরের পুল পর্যন্ত নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। দুপুরে তিনি সদর রোড, কালীবাড়ি রোডে নৌকার পক্ষে গণসংযোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ ছাড়াও নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসম্পাদক বলরাম পোদ্দার।