বরিশালে বৃষ্টিতে বিঘ্নিত নির্বাচনী প্রচার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরের কালুশাহ সড়ক এলাকায় নির্বাচনী প্রচার চালান। ২৪ জুলাই বরিশাল। ছবি: প্রথম আলো, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরের কালুশাহ সড়ক এলাকায় নির্বাচনী প্রচার চালান। ২৪ জুলাই বরিশাল। ছবি: প্রথম আলো, বরিশাল

সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চালানোর সময় আছে মাত্র চার দিন। এর মধ্যে আজ মঙ্গলবার দুপুরের আগে থেকে বরিশালে বৃষ্টির কারণে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার বিঘ্নিত হয়েছে।

নির্বাচনী প্রচারের জন্য শেষ মুহূর্তে সব প্রার্থী আটঘাট বেঁধে নেমেছেন। প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিভিন্ন জায়গায় পথসভা করছেন। কোনো কোনো দল উঠান বৈঠক করছে। আজও প্রার্থীদের এমন পরিকল্পনা ছিল, তবে তা বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম আব্বাস চৌধুরী বলছেন, বৃষ্টির কারণে প্রচার বিঘ্নিত হয়েছে।
তবে বৃষ্টির মধ্যেও সাদিক আবদুল্লাহ নগরের কালুশাহ সড়ক এলাকায় নির্বাচনী প্রচার চালান।

গোলাম আব্বাস চৌধুরী বলেছেন, আজকের সীমিত প্রচারের বাইরে আইনজীবীদের সঙ্গে ঘরোয়া একটি বৈঠক হয়েছে। বিকেলে দুটি উঠান বৈঠক করার পরিকল্পনা রয়েছে। উঠান বৈঠকে নৌকার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ থাকবেন।

বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে তাঁর ছেলে নাফিস সরোয়ার বলেন, আজ বৃষ্টির কারণে কোথাও প্রচার চালানো যায়নি। বিকেলের দিকে আবহাওয়া ভালো থাকলে তাঁরা পথসভা করবেন। তবে কোথায় পথসভা করবেন, সেটি এখনো নিশ্চিত করেননি।

সিটি করপোরেশনের বেলতলা খেয়াঘাট এলাকায় বিএনপির মেয়র প্রার্থীর মাইক। ছবি: প্রথম আলো
সিটি করপোরেশনের বেলতলা খেয়াঘাট এলাকায় বিএনপির মেয়র প্রার্থীর মাইক। ছবি: প্রথম আলো

নির্বাচনী আমেজ বলতে যা বোঝায়, তেমন কোনো কিছু বরিশালে সেভাবে লক্ষ করা যায়নি। বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের মধ্যে তেমন কোনো উন্মাদনা কিংবা উচ্ছ্বাস চোখে পড়েনি। মহানগরজুড়ে শুধু পোস্টার আর মাইকের আওয়াজই এখানে নির্বাচনী পরিবেশ ধরে রেখেছে।

নির্বাচনী প্রচারের বিষয়ে বাসদের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন, বৃষ্টির কারণে প্রচারে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবু তিনি কিছুক্ষণের মধ্যে বরিশাল লঞ্চঘাট এলাকায় একটি পথসভা করবেন। এরপর পলাশপুরে একটি পথসভা করার পরিকল্পনা আছে তাঁর।

অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনের মতো বরিশালেও সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মেয়র প্রার্থীর পক্ষে হাতপাখা মার্কায় ভোট চাইতে বিভিন্ন এলাকায় মাইক ঘুরে বেড়াচ্ছে। এ ছাড়া রিকশাচালক ও শ্রমজীবী অনেকে নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে অনেকের কাছে বলে বেড়াচ্ছেন, হাতপাখা মার্কায় ভোট চাই।