শুরু হচ্ছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক স্মারক সই করেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহীম খলিল নয়ন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রথম আলো কার্যালয়, ২৫ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক স্মারক সই করেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহীম খলিল নয়ন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রথম আলো কার্যালয়, ২৫ জুলাই। ছবি: সাইফুল ইসলাম

রাজধানী থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব’ ২০১৮। যুক্তির জয়গান গেয়ে নিজেকে পরিবর্তন করতে চাওয়া স্কুলশিক্ষার্থীদের জন্যই এবারে দেশব্যাপী এ আয়োজন শুরু হতে যাচ্ছে। 

আজ বুধবার প্রথম আলো কার্যালয়ে বিতর্ক উৎসবের আয়োজনের জন্য প্রথম আলো এবং টি কে গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক সমঝোতা স্মারকে সই করেন।

আনিসুল হক বলেন, ‘অনলাইনের এ যুগে স্কুলের শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহ ধরে রাখা বেশ কঠিন। সেই কঠিন কাজটিকে সৃজনশীল উপায়েই করতে যাচ্ছি আমরা। বিতর্ক প্রতিযোগিতার বদলে আমরা এ জন্য বিতর্ক উৎসব করছি।’

মোহাম্মদ মোফাচ্ছেল হক বলেন, ‘আমরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছি অনেক বছর ধরেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রথম আলোর সঙ্গে যুক্ত হয়ে স্কুলশিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে চাই। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কেবল জাতীয় পর্যায়ে নয়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা নিয়ে যেতে চাই।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, ‘সারা দেশে ৪০টি অঞ্চলে ভাগ করে স্কুল পর্যায়ের এই বিতর্ক উৎসব আয়োজন করা হবে। সেপ্টেম্বর-অক্টোবর মাসজুড়ে সারা দেশে চলবে এ আয়োজন। বিতর্ক উৎসব প্রচলিত বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও পাবলিক স্পিকিং, উপস্থাপনাসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হবে।’ তিনি আরও জানান, ‘কেবল তর্কের জন্য আমরা বিতর্কের আয়োজন করতে যাচ্ছি না। যারা যুক্তির জয়গান গেয়ে নিজেকে পরিবর্তন করতে চায়, সেসব স্কুল শিক্ষার্থীকে নিয়ে আমরা স্কুল বিতর্ক উৎসব আয়োজন করছি। এটা নিছকই বিতর্ক প্রতিযোগিতা হবে না, উৎসবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের নানাবিদ সৃজনশীল কাজে যুক্ত করতে চাই।’

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিচার সম্পাদক সুমনা শারমীন, ইভেন্ট ও অ্যাক্টিভিশন ব্যবস্থাপক কবির বকুল, ব্র্যান্ড কমিউনিকেশনস ম্যানেজার জাবেদ সুলতান, টি কে গ্রুপের প্রধান মানবসম্পদ ও প্রশাসন কর্মকর্তা কর্নেল এ আর গণি পিএসসিজি (অব.), হেড অব ব্র্যান্ড ইব্রাহীম খলিল নয়ন, ব্র্যান্ড ম্যানেজার আশরাফুল হোছাইন, ক্রসওয়াকের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ, ওয়াই ডাব্লিউ সিএ স্কুলের বিতর্ক ক্লাবের মডারেটর মাসুমা খাতুন ও রিপা বর্নাডেট গমেজ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক রাশেদুল আলম, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মহম্মদ শুকরানা, যোসেফাইট ডিবেটিং ক্লাবের প্রধান মডারেটর মোহাম্মদ হুমায়ুন কবীর ও মডারেটর জিয়া হাসান, বন্ধুসভার জাতীয় পর্যালোচনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান, এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সুমন, সহসভাপতি আব্দুল কাইয়ুম, বুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি আহমদ রাশীক ফাইয়াজ।

প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।