অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

শেরপুরের শ্রীবরদীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ মো. হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোরে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম আজ দুপুরে তাঁর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে হযরতকে গ্রেপ্তারের বিষয়টি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হযরত আলী চোরাচালানসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে আসছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নওজেশ আলী মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা শুক্রবার ভোরে ঝুলগাঁও গ্রামে হযরতের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং তাঁর শোবার ঘর থেকে একটি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করে।

ওসি নওজেশ আলী শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হযরতের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান বাদী হয়ে মামলা করেছেন। তাঁর বিরুদ্ধে শ্রীবরদী থানায় আপন ভাইকে হত্যাসহ তিনটি হত্যা মামলা রয়েছে। তাঁকে মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।