গণিত অলিম্পিয়াডে স্বর্ণজয়ীদের ইন্টারনেট সেবা দেবে আম্বার আইটি

৫৯তম আইএমওতে বাংলাদেশ গণিত দল। ছবি: প্রথম আলো
৫৯তম আইএমওতে বাংলাদেশ গণিত দল। ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) স্বর্ণপদক জয়ী জাওয়াদ (http://www.prothomalo.com/bangladesh/article/1531331/), দলের পাঁচ সদস্য ও কোচকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে ৫৯তম আইএমওতে স্বর্ণজয়ীদের পাশে থাকতে এ উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি।


প্রতিষ্ঠানটি আগামী এক বছর বিনা খরচে এ দলের সবাইকে উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সেবা দেবে। আম্বার আইটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, মেধাবীরা যেন নিরবচ্ছিন্নভাবে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের বাসায় ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। ইন্টারনেটকে তাঁরা কাজে লাগিয়ে আরও সামনে এগিয়ে যাবেন।