ভোট সুষ্ঠু না হলে কমিশনের ইট-বালু খুলে আনা হবে

শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার চালানোর সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। মনি চত্বর, রাজশাহী, ২৮ জুলাই।  ছবি: দীপু মালাকার
শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার চালানোর সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। মনি চত্বর, রাজশাহী, ২৮ জুলাই। ছবি: দীপু মালাকার

প্রচারের শেষ দিনে নির্বাচনের মাঠে আরেক দফা উত্তাপ ছড়ালেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভোট সুষ্ঠু না হলে বিএনপির নেতা-কর্মীরা নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করবেন। সেখানকার ভবনের ইট-বালু খুলেও নিয়ে আসবেন।

আজ শনিবার সকালে রাজশাহী শহরের সাহেববাজার মোড়ে জনসংযোগ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বুলবুল।

৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাত ১২টা পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে।

প্রচার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল সাংবাদিকদের বলেন, ‘এখনো আমাদের নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কেউ যেন ভোটকেন্দ্রের ধারেকাছে না যায়। রাজশাহী থেকে এখন মানব পাচার শুরু হয়েছে। আমাদের দলের নেতা-কর্মীদের আটক করে অন্য জেলায় পাচার করে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমাদের পৌনে দুই শ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন পোলিং এজেন্ট আছেন।’

এ সময় বুলবুল বলেন, ‘ইসির কাছে অনেক অভিযোগ করা হয়েছে। কোনো ফল পাওয়া যায়নি। ফল পাওয়া যাবেও না। তবে ভোটের দিন কেউ কেন্দ্র দখল করলে আমরাও কেন্দ্র দখল করে পাল্টা জবাব দেব। ভোট সুষ্ঠু না হলে আমরা কমিশন কার্যালয় ঘেরাও করব এবং সেখানকার ভবনের ইট-বালু খুলে নিয়ে আসব।’
এর কিছুক্ষণ আগে নগরের সোনাদীঘির মোড়ে বুলবুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এখনো তাঁদের নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কেউ যেন ভোটকেন্দ্রের ধারেকাছে না যান। বুলবুল আরও বলেন, ‘৩০ জুলাইয়ের আগ পর্যন্ত আমাদের নেতা-কর্মীদের আর কাউকে আটক করা হলে কাউকে ছাড়া দেওয়া হবে না। বিএনপির হাজার নেতা-কর্মী নিয়ে আমরা থানা ঘেরাও করব।’
বুলবুল বলেন, ‘এই জেনারেশনের কেউ পঁচাত্তর দেখেনি। বর্তমান সরকার একদলীয় অপশাসনের মধ্য দিয়ে সেই পঁচাত্তরকে ফিরিয়ে এনেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। তবে নির্বাচন সুষ্ঠু হলেই অবশ্যই আমি বিপুল ভোটে জয়লাভ করব।’