'প্রার্থীদের মধ্যে ঝামেলা নেই, পুলিশ অতি উৎসাহী' - রিটার্নিং কর্মকর্তাকে বললেন আরিফুল

আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী

শেষ সময়ে প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন, দলের নেতা গ্রেপ্তার হওয়াসহ কয়েকটি অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে হাজির হলেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ‘শেষবারের মতো অভিযোগ করছি’ জানিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তাকে বলেন, ‘এর আগেও অভিযোগ করেছি, লাভ হয়নি। এরপর সুষ্ঠু নির্বাচনে আপনি আমাকে কীভাবে আশ্বস্ত করবেন?’

আগামীকাল সোমবার সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ‘শেষবারের মতো অভিযোগ’ করতে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান আরিফুল হক। রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানকে তিনি বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করছেন। এটা কিসের আলামত?’ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার না করতে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও তাঁর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে পুলিশ গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন।

আরিফুল হক রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আমাদের রাজনৈতিক প্রার্থীদের মধ্যে ঝামেলা নেই। সম্প্রীতির সম্পর্ক আছে। অথচ আপনার অধীনে পুলিশ অতি উৎসাহী। তারা বাড়াবাড়ি করছে। পোলিং এজেন্টের তালিকা চাইছে। পোলিং এজেন্টের তালিকা নিয়ে পুলিশ কী করবে? গ্রেপ্তার করে নিয়ে যাবে? আওয়ামী লীগ নেতারা প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য শঙ্কা নয় কি?’

আরিফুল হক রিটার্নিং কর্মকর্তাকে আরও বলেন, ‘আপনার কাছে শেষবারের মতো অভিযোগ করছি। এর আগে আপনার কাছে অনেক অভিযোগ দিয়েছি। কারণ দর্শানো ছাড়া কোনো ব্যবস্থা নেননি। আপনি আমাকে কীভাবে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করবেন?’

এদিকে এসব অভিযোগের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মেয়র প্রার্থী আরিফুল হককে বলেন, পুলিশ পোলিং এজেন্টেদের তালিকা চাইছে বা আওয়ামী লীগ নেতারা প্রিসাইডিং কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন—এমন তথ্য তাঁর জানা নেই। বিষয়গুলো তিনি খতিয়ে দেখবেন।