সিলেটে আরিফ-কামরান কোথায় ভোট দেবেন

বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী
বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী

রাত পোহালেই ভোট। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট হচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যেও উৎসাহের শেষ নেই। তবে এর আগে জেনে নেওয়া যাক, সোমবার সকালে সিলেটের মেয়র প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দিচ্ছেন।

সিলেটে মেয়র প্রার্থী মোট সাতজন। তবে এর মধ্যে বিএনপির ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থী মো. বদরুজ্জামান সেলিম (বাস প্রতীক) এরই মধ্যে বিএনপির মেয়র প্রার্থীকে সমর্থন করে সরে দাঁড়িয়েছেন। অন্য যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), মহানগর জামায়াতের আমির ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন খান (হাতপাখা), সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী মো. আবু জাফর (মই) এবং নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ প্রতীক)।

প্রার্থীদের নির্বাচনী পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বদরউদ্দিন আহমদ কামরান সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভেতরে নগরের ১৪ নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। আরিফুল হক চৌধুরী সকাল আটটায় ভোট দেবেন নগরের ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এহসানুল মাহবুব জুবায়ের সকাল সাড়ে আটটায় ভোট দেবেন ১ নম্বর ওয়ার্ডের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে। মো. মোয়াজ্জেম হোসেন খান সকাল নয়টায় ভোট দেবেন ২০ নম্বর ওয়ার্ডের দেবপাড়া এলাকার নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। মো. আবু জাফর ভোট দেবেন ২২ নম্বর ওয়ার্ডের শাহজালাল উপশহর একাডেমি ভোটকেন্দ্রে সকাল সাড়ে আটটায়। মো. এহছানুল হক তাহের সকাল আটটায় ভোট দেবেন ২ নম্বর ওয়ার্ডের দাড়িয়াপাড়া এলাকার রসময় হাইস্কুলে কেন্দ্রে।

এ দিকে স্থানীয় সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা ১১টায় বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট চলবে। নগরের ২৭টি ওয়ার্ডের ১৩৪টি ভোটকেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ১ লাখ ৫০ হাজার ২৮৮। সাতজন মেয়র প্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।