ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: দীপু মালাকার
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: দীপু মালাকার

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে রাজশাহীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ এইচ এম খায়রুজ্জামান। তিনি বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে শতভাগের কাছাকাছি আশাবাদী। যেকোনো ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। আশা করছি, ৭০ থেকে ৭৫ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হব।’

রাজশাহীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: দীপু মালাকার
রাজশাহীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দিচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ছবি: দীপু মালাকার

এদিকে এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলেরও। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ভোটকেন্দ্রে এসে পৌঁছাননি।