ফলাফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি আ.লীগের কামরানের

স‌িলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ভোট দিয়েছেন। সরকারি পাইলট স্কুল কেন্দ্র, কালীঘাট এলাকা, সকাল পৌনে নয়টা। ছবি: আনিস মাহমুদ
স‌িলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ভোট দিয়েছেন। সরকারি পাইলট স্কুল কেন্দ্র, কালীঘাট এলাকা, সকাল পৌনে নয়টা। ছবি: আনিস মাহমুদ

ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। আজ সোমবার সকালে নিজের ভোট দেওয়ার পর এ কথা বলেন কামরান।

সকাল ৮টা ৫০ মিনিটে নগরের ১৪ নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কামরান। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। কামরান বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। দিন শেষে উৎসবমুখর পরিবেশেই ভোট শেষ হবে বলে আশা করি।’

এর আগে সকাল আটটায় ভোট দেওয়ার পর সিটিতে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, তাঁর কাছে খবর আছে, নগরের তিনটি ওয়ার্ডে গতকাল রাতেই ব্যালট বাক্স ভরিয়ে রাখা হয়েছে। তবে জেলার রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেন।

আরিফুল হক চৌধুরীর এই অভিযোগ প্রসঙ্গে বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ভোট শুরু হওয়ার এক ঘণ্টাই হয়নি। এখন এসব অভিযোগ গৎবাঁধা। এগুলোর কোনো ভিত্তি নেই।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রসঙ্গে কামরান বলেন, ‘ফলাফল যা-ই হোক, তা মেনে নেব।’ তিনি সবাইকে ফল মেনে নেওয়ার আহ্বান জানান।