সিলেটে এক কেন্দ্রে উত্তেজনা, ৪৫ মিনিট ভোট বন্ধ

১৮ নম্বর ওয়ার্ডের মীরা বাজার মডেল স্কুল কেন্দ্রে এভাবে ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছবি: শুভ্র কান্তি দাস
১৮ নম্বর ওয়ার্ডের মীরা বাজার মডেল স্কুল কেন্দ্রে এভাবে ব্যালট পেপার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ছবি: শুভ্র কান্তি দাস

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে কাউন্সিলর পদে দুই প্রার্থীর কর্মীদের উত্তেজনায় পৌনে এক ঘণ্টা ভোট নেওয়া বন্ধ থাকে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রিসাইডিং কর্মকর্তা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

আজ সকাল আটটা থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়। ১৮ নম্বর ওয়ার্ডের মীরা বাজার মডেল স্কুল কেন্দ্রে বেলা ১১টার দিকে বিএনপি-সমর্থিত বর্তমান কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান ওরফে উজ্জ্বল (মিষ্টি কুমড়া প্রতীক) ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাজেদ আহমেদ চৌধুরী ওরফে বাপনের (রেডিও প্রতীক) কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সাজেদের কর্মীরা কেন্দ্রের সব বুথে বুথে গিয়ে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বাক্সে ভরতে থাকে বলে অভিযোগ ওঠে। এ ছাড়া কেন্দ্রে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।

এ ঘটনায় সকাল ১০টা ৫৫ মিনিট থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত পৌনে এক ঘণ্টা ভোট নেওয়া বন্ধ থাকে। পরে স্ট্রাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রে দায়িত্ব পালনরত কয়েকজন পোলিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, কিছু লোক হঠাৎ বুথে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলতে থাকে।

এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে উত্তেজনা থাকে। এখানে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া বা ভোট বন্ধ থাকার কোনো ঘটনা ঘটেনি।