সাফারি পার্কে ৪৮ তক্ষক অবমুক্ত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৪৮টি তক্ষক অবমুক্ত করা হয়। ছবি: সাদিক মৃধা
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৪৮টি তক্ষক অবমুক্ত করা হয়। ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৪৮টি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তক্ষকগুলো পার্কের কোর সাফারিতে অবমুক্ত করে র‌্যাব-৪। গত শনিবার ঢাকার হাজারিবাগে র‌্যাবের অভিযানে তক্ষকগুলো উদ্ধার হয়। পরে আদালতের নির্দেশে তা পার্কে অবমুক্ত করা হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষে সনাতন কুমার, র‌্যাব-৪-এর উপপরিচালক আনোয়ার হোসেন ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে বিকেলে তক্ষকগুলো পার্কে অবমুক্ত করা হয়। এর আগে শনিবার র‌্যাবের অভিযানে মোট ৪৯টি তক্ষক উদ্ধার হয়। এর মধ্যে একটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আদালতের নির্দেশ পেয়ে এগুলো পার্কে আনা হয়।
রফিকুল ইসলাম বলেন, ‘তক্ষকের শরীরে বিশেষ ঔষধি গুণ রয়েছে—এমন ভ্রান্ত ধারণার কারণে অনেকে এই প্রাণীগুলোকে শিকার করেন। তা ছাড়া কিছু কিছু দেশে এই প্রাণীগুলোকে মানুষ ঘরে পোষে। এ জন্য আমাদের দেশ থেকে তক্ষক প্রায় হারিয়ে যেতে বসেছে।’ নিয়মিত অভিযান ও গণসচেতনতা বাড়ালে তক্ষকের ওপর এমন অনাচার বন্ধ হবে বলে মনে করেন তিনি।