উত্তরায় যাত্রীবাহী দুই বাসে আগুন

রাজধানীর উত্তরা জসীমউদ্‌দীন মোড়ে বুশরা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা জসীমউদ্‌দীন মোড়ে বুশরা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব বাসে আগুন দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উত্তরা জসীমউদ্‌দীন মোড়-সংলগ্ন র‍্যাব-১-এর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এনা ও বুশরা পরিবহনের একটি করে বাস সেখানে জ্বলতে দেখা গেছে। 

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে রওনা দেয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসের গাড়িগুলোতেও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. রাসেল শিকদার প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে বেলা পৌনে তিনটার দিকে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। অবরোধকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধায় তারা আগুন নেভানোর কাজ শুরু করতে পারছেন না।