কাউন্সিলর পদে আ.লীগ ২১টিতে, বিএনপি ৬ জয়ী

রাজশাহী সিটি করপোরেশনে কাউন্সিলর পদের নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার দেখা যাচ্ছে। নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ডের ২১টিতেই জিতেছে ক্ষমতাসীনেরা। বিএনপি-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ছয়টিতে।
এর বাইরে কোনো দলের সমর্থন না নিয়ে জিতেছেন দুজন কাউন্সিলর। ওয়ার্কার্স পার্টির প্রার্থী জিতেছেন একটি ওয়ার্ডে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাসহ শহরের উপকণ্ঠের অন্তত নয়-দশটি ওয়ার্ডে একসময় জামায়াতে ইসলামীর একচ্ছত্র আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে এই দলের একজন প্রার্থীও জিততে পারেননি। কাউন্সিলর পদে দলটি অঘোষিতভাবে ১৩টি ওয়ার্ডে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে নারীদের জন্য সংরক্ষিত ১০টি ওয়ার্ডের একটিতে জামায়াত-সমর্থিত প্রার্থী সুলতানা রাজিয়া জয় পেয়েছেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা
আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন রজব আলী (১ নম্বর ওয়ার্ড), নজরুল ইসলাম (২ নম্বর), মো. কামরুজ্জামান (৫ নম্বর), মো. নুরুজ্জামান (৬ নম্বর), মাহবুবুল হক (৮ নম্বর), আব্বাস আলী সরকার (১০ নম্বর), রবিউল ইসলাম (১১ নম্বর), সরিফুল ইসলাম (১২ নম্বর), আবদুল মমিন (১৩ নম্বর), আনোয়ার হোসেন (১৪ নম্বর), শাহদত আলী (১৭ নম্বর) শহিদুল ইসলাম (১৮ নম্বর), তৌহিদুল হক (১৯ নম্বর), রবিউল ইসলাম (২০ নম্বর) নিযামুল আজিম (২১ নম্বর), আবদুল হামিদ সরকার (২২ নম্বর), মাহতাব হোসেন চৌধুরী (২৩ নম্বর), আরমান আলী (২৪ নম্বর), তরিকুল আলম (২৫ নম্বর), মাসুদ রানা (২৯ নম্বর) ও শহিদুল ইসলাম (৩০ নম্বর)।

বিএনপি-সমর্থিত প্রার্থীরা
বিএনপি-সমর্থিত প্রার্থীদের মধ্যে জিতেছেন কামাল হোসেন (৩ নম্বর ওয়ার্ড), রেজাউন নবী (৯ নম্বর), আবদুস সোবহান (১৫ নম্বর), বেলাল আহমেদ (১৬ নম্বর), আনোয়ারুল করিম (২৭ নম্বর) ও আশরাফুল হাসান (২৮ নম্বর)।

এর বাইরে ওয়ার্কার্স পার্টির সমর্থন নিয়ে ৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন মতিউর রহমান। কোনো দলের সমর্থন না নিয়ে ৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন রহুল আমিন ও ২৬ নম্বরে মো. আকতারুজ্জামান।

নারীদের জন্য সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জিতেছেন যথাক্রমে তাহেরা খাতুন, আয়েশা খাতুন, মুসলিমা বেগম, শিরিন আরা খাতুন, শামসুন্নাহার, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলী বেগম ও সুলতানা রাজিয়া।