কেন্দুয়ায় রিপন হত্যাকাণ্ডে ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোনার কেন্দুয়ায় এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। নিহত যুবকের নাম রিপন মিয়া (৩০)।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দুলাল মিয়া (৩২), বাবুল মিয়া (৩০) ও রাসেল মিয়া (৩১)। তাঁদের প্রত্যেকের বাড়ি কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। নিহত রিপনের বাড়িও একই গ্রামে।

মামলার সরকারি কৌঁসুলি সাইফুল আলম প্রদীপ প্রথম আলোকে বলেন, ‘প্রেমসংক্রান্ত ঘটনার জের ধরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাতে রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার রাইস মিলের সামনে দণ্ডপ্রাপ্ত আসামিরা রিপনকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরদিন রিপনের বড় ভাই সাইফুল আলম থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ৩ অক্টোবর ওই তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।’