আবদুল কুদ্দুসকে ছয় মাসের জামিন দিয়েছেন আপিল বিভাগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত আবদুল কুদ্দুসকে ছয় মাসের জামিন দিয়েছেন আপিল বিভাগ। তাঁর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় এ জামিন দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে কুদ্দুসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে আদেশের বিষয়টি জানিয়ে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে আবদুল কুদ্দুসের ২০ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে কুদ্দুসের জামিন চাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যসংক্রান্ত একটি প্রতিবেদন আদালত তলব করেন। পর্যালোচনায় দেখা যায়, ক্যানসারের শেষ ধাপে রয়েছেন কুদ্দুস। তাঁর স্বাস্থ্যগত দিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত। এতে কেন্দ্রীয় কারাগারে থাকা আবদুল কুদ্দুসের মুক্ত হয়ে চিকিৎসা নিতে আইনগত কোনো বাধা নেই।